চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে চুনারুঘাট প্রেসক্লাব ভবনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
পরে চুনারুঘাট পৌর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু।
চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যায়যায়দিন প্রতিনিধি মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, দপ্তর ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডাঃ তৌহিদুল ইসলাম,ফারুক আহমেদ ও হাবিবুর রহমান সুমন প্রমুখ।