নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : বছর ঘুরে আমাদের মধ্যে এসেছে শাফিউল মুযনেবীন, রাহমাতুলল্লিল আলামীন বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, সায়ি ̈দুল মুরছালীন দু‘জাহানের বাদশা নূর নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র ওয়ালাদাত মাহিনা পবিত্র রবিউল আউয়াল। এ মাসের ১২ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবস। এ দিবস যথাযথ ভাবে উদযাপন কল্পে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে শহরে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের জে.কে মডেল স্কুলে মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জে.কে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়।
আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল মন্নানের পরিচালনায় উ৩ আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্র কেন্দধীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্ত্যা ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দধীয় কমিটির সভাপতি বেলাল আহমদ, কেন্দধীয় নেতা মাওলানা ক্বাজী হাছান আলী। এতে অন্যানের মধ্যে বক্তব্য ̈ রাখেন, সিলেট মহানগর তালামিযের সভাপতি হুমায়ুনুর রহমান লিমন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সুমন, হবিগঞ্জ জেলা তালামিযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, উপজেলা তালামিযের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সায়েম আহমদ প্রমুখ।