স্টাফ রিপোর্টার।। ইউকে থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ ২৪ ডট কমের উদ্যোগে গরীব প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন মসজিদে ফ্যান বিতরণ করা হয়েছে।
রোববার ৫ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব এর সম্মুখে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিবি নিউজ বাংলাদেশ অফিসের এডমিন মাহবুবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সম্পাদক এস এম উমেদ আলী, জিবি নিউজ ফাউন্ডেশন প্রজেক্ট এডভাইজার লন্ডন প্রবাসি শামিম আহমদ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল প্রমুখ। প্রধান অতিথি পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজেরই অংশ।
প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় তাদেরও অন্য দশ জনের মতো বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।