এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষে বিয়ে বাড়ি ভাংচুর করা হয়।
আহত সুত্রে জানা যায়, গত শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই গ্রামের নোয়াব আলী ও আলতাব আলী আনারস প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন তাজের পক্ষে কাজ করে। ওইদিনই তাদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিত-া হয়। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে উঠে। রবিবার সকালে আলতাব আলী ও তার লোকজন নোয়াব আলীর পাওয়ার টিলার দিয়ে আলতাব আলী জমি চাষ করতে বলে। এতে নোয়াব আলী অপরাগতা প্রকাশ করলে আলতাব আলী তার লোকজন নিয়ে নোয়াব আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় পার্শ্ববর্তী নোয়াব আলীর নাতি তাজুলের বিয়ে বাড়ি ভাংচুর করে আলতাব আলীর লোকজন।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় নোয়াব আলী (৪৫), ছোরাব আলী (২০), নুরুল মিয়া (১৮), হেলেনা (২৫), শাহেনা (২০), কিতাব আলী (৪০), জিতু মিয়া (৩৫),মোহাম্মদ আলী (৭০), লিয়াকত আলী (৪০), আক্তার হোসেন (২৫), মোস্তফা আলী (২৫), রতন মিয়া (২২), অনু মিয়া (১৮), লকু মিয়া (১৭), মোজাম্মেল (২০), জাবেদ আলী (৫০), জুহুর আলী (৪০) ও আলতাব আলী (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।