নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা সদরের রসুলগঞ্জ নতুন বাজারে এক মৌলানার লম্পট পুত্র‘র কান্ডে এলাকায় তুলপাড় চলছে। সে বিবাহিত হয়ে ও এক কিশোরীকে নিয়ে অসামাজিক কর্মকান্ডের সময় স্থানীয় লোকজনের কাছে ধরাশায়ী হয়ে পড়ে। এ ঘটনাটি এলাকার কিছু মাতব্বর শ্রেণীর লোক টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মাওলানা তবারক মোল্লাহর লম্পট ছেলে রসুলগঞ্জ বাজারের দাদন ব্যবসায়ী ইমরুল মিয়া (৩০) ব্যক্তিগত জীবনে বিবাহিত হয়ে তার লুলুপ দৃষ্টি যায় একই এলাকার ছোট আলীপুর গ্রামের আবুল কালামের কিশোরী কন্যার উপর।
এক পর্যায়ে সে ওই কিশোরীকে প্রেমের ফান্দে ফেলে গত শনিবার নির্বাচনের দিন রসুলগঞ্জ বাজারের শাহনেওয়াজের ভাড়া বাসায় লম্পট ইমরুল ওই কিশোরীকে নিয়ে সারাদিন অসামাজিক কাজে লিপ্ত হয়। এ ঘটনাটি আশপাশের বাসার লোকজন আচ করতে পেরে ঘরের দরজা খুলে তাদের দু‘জনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকার কিছু মাতব্বর শ্রেণীর লোক মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন। এক পর্যায়ে মাতব্বরা সফলও হয়। কিন্তু এর কোন ব্যবস্থা না নেয়ায় এলাকার সাধারন মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া রসালো ও মুখরোচক আলোচনা সমালোচনার অন্ত নেই এলাকায়।