এস এইচ টিটু : আজ শনিবার হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন। এবারের নির্বাচনে ৯টি ইউনিয়নে ভোট যুদ্ধে রয়েছেন ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা এ ভোট যুদ্ধ।
হবিগঞ্জ সদর উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে রয়েছে প্রায় ৮৮টি ভোট কেন্দ্র। ৮৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে ঘোষনা করেছে প্রশাসন।
৫১টি কেন্দ্রই ঝুকিপূর্ণ থাকায় ইতিমধ্যেই সবকটি কেদ্রের সরঞ্জামসহ যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ৪ স্তরের কঠোর নিরপত্তা ব্যবস্থা।