নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে বাস-ট্রাক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বিদেশ ফেরত মহিলা যাত্রী সহ দুই জন নিহত হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুবাই, ওমান, সৌদি, কাতার থেকে বাংলাদেশে আসেন রাত ৮টার দিকে।পরে শ্যামলী যোগে তারা সিলেটের উদ্যেশে রওয়ানা দেন। ভোর ৪টার দিকে উপজেলার হাফিজপুর নামক স্থানে পৌছলে তাদের বহনকৃত গাড়ীটি ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মহিলাসহ দুইজন নিহত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানায় রাখা হয়েছে।