এম এ আই সজিব ॥ বানিয়াচং সদর উপজেলার পুর্ব তোপখানা মহল্লায় অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে সাথী আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। সে ওই মহল্লার অলি হোসেনের কন্যা। জানা যায়,সাথী গত বৃহস্পতিবার রাত ৯টায় পারিবারিক কলহের জের ধরে ২০টি টিপটিন (ঘুমের ঔষধ) সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আশংকাজনক অবস্থায় শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। একটি সুত্র জানায় প্রেমের কারণে সে আত্মহত্যার চেষ্টা করে।