এস এইচ টিটু : আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে ৭ নং নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত।
শুক্রবার বিকালে সুতাং বাজারে নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তোফাজ্জল অপুর সভাপতিত্বে এবং খোকনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি হাজী মুক্তার হোসেন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন-সদর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,শ্রমিক লীগের আহবায়ক কবির মিয়া,আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোখলিচুর রহমান মুখলিছ,সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হামিদ,নূরপুর ইউনিয়নের আহবায়ক জলফু মিয়া,সদস্য সচিব ইসাক আলী সেবন,অলি হোসেন লেচু,আব্দুল কাদির আছাদ,গিয়াসউদ্দিন মুখলিস,আরজু মিয়া প্রমূখ।
উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে গত নির্বাচন গুলোতে নূরপুর ইউনিয়ন নৌকার ঘাটি হিসাবে পরিচিতি পেয়েছে, এখনও সবাই একর্তে কাজ করে আবারও নূরপুর ইউনিয়নে দলীয় প্রতিক নৌকাকে বিজয়ী করতে হবে। এই সব নিয়ে ছাত্রলীগের মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।