ক্রীড়া ডেস্কঃ সিলেটের জাকের আলী অনিক চট্টগ্রাম প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেছেন। জাকেরের সেঞ্চুরির সুবাধে জয় পেয়েছে তার দল চট্টগ্রাম ব্রাদার্স।
বৃহস্পতিবার চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ব্রাদার্সের হয়ে সিলেটের জাকের নান্দনিক ইনিংস খেলেন। ১শ১৭ বলে ১শ৭ রানের ঝলমলে ইনিংসে ১০টি চার ও দু’টি ছক্কা হাকান তিনি।
টস জিতে আগে ফিল্ড করার সিদ্ধান্ত নেয় শতদল জুনিয়র ক্লাব।
টস হেরে আগে ব্যাট করতে নেমে জাকেরের দল চট্টগ্রাম ব্রাদার্স ২শ৯৮ রান সংগ্রহ করে। দলের এমন বড় সংগ্রহে দারুণ ছিলো জাকেরের ব্যাট। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে জাকেরের দল চট্টগ্রাম ব্রাদার্স ক্লাব।
জাকের সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে।