সৈয়দ শাহান শাহ পীর : – আগামীকাল ৪ তারিখ শনিবার হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্রিমুখী ভোট যুদ্ধ হওয়ার সম্ভবনা রয়েছে। জানাযায়, ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শেখ কামাল, বদরুল করিম দোলাল এবং ফজল আহম্মেদ ফজল এ তিনজন চেয়াম্যান প্রার্থীর মধ্যে উক্ত ইউনিয়নে তূমুল ভোট যুদ্ধ হবে বলে ভোটারদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।
অন্যদিকে অধিকাংশ ভোটারদের মধ্যে শেখ কামালের পাল্লা ভাড়ি বলে জানা গেছে। উল্লেখ্য, শেখ কামাল আওয়ামীলীগের হয়েও প্রতীক (টিকেট) না পেয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রাপ্ত (টিকেট) দোলালের প্রতিদ্ধন্ধি প্রার্থী হয়েছেন।
আবার অন্যদিকে ফজল বিএনপি থেকে প্রতীক বরাদ্দ নিয়ে (টিকেট)আওয়ামীলীগের কামাল ও দুলালের প্রতিদ্ধন্ধি প্রার্থী লক্ষ্য করা যাচ্ছে। অতএব সব মিলিয়ে আগামীকাল ভোট যুদ্ধে নামার জন্য প্রায় সব প্রস্তুতি গ্রহন করেছেন প্রার্থীরা। আজ প্রস্তুতির শেষ দিবারাত্রি। দেখা যাবে কে হারে কে জিতে।