এম এ আই সজিব ॥ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা মিছিল কালে একটি নোহা গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
এসময় ওই গাড়ির চালককে পিটিয়ে আহত করে তারা। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত নোহা চালক শিপন খান ধুলিয়াখাল গ্রামের রমজান আলীর পুত্র। আহত সূত্রে জানা যায়, সে নোহা গাড়ি নিয়ে হবিগঞ্জে আসার পথে ভাদৈ আইডিয়াল স্কুলের সামনে আসা মাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তার মিয়ার লোকজন মিছিলের সামনে পড়ে।
তখন সে হরণ বাজায়। ক্ষিপ্ত হয়ে মিছিলে থাকা লোকজন নোহা গাড়ি ভাংচুর করে। এসময় শিপন গাড়ি থেকে নেমে কারণ জিজ্ঞাসা করলে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায়তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
<a href=”http://www.rahatbarta.com” target=”_blank” title=”RahatBarta.Com” rel=”dofollow”>RahatBarta.Com | রাহাত বার্তা </a>