এম এ আই সজিব ॥ নবীগঞ্জে কালা মিয়া নামে এক ব্যক্তি জেলে আটক থাকার পরও মেম্বার নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৭মাস যাবত কারাগারে আটক থাকলেও জনগণ তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। কিন্তু জনগনের এই প্রিয়মুখটি জনৈক এক মহিলার দায়ের করা মামলায় পড়ে হাবুডুবু খাচ্ছেন। জানা যায়, মোঃ কালা মিয়া নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের দুধু মিয়ার পুত্র। স্থানীয় ভাবে তার জনপ্রিয়তা বেড়েই চলছিল। গত নির্বাচনে তিনি ১৩নং পানিউমদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রথম বারের মত মেম্বার নির্বাচিত হন। কিছুদিন যেতে না যেতেই গ্রাম্য কোন্দলের জের ধরে বাহুবলের খাগাউড়া গ্রামের ফারুল বেগমের এক মামলার আসামী হয়ে গত বছরের ২১অক্টোবর থেকে হবিগঞ্জ কারাগারে আটক রয়েছেন। এবারও তিনি বিপুল ভোটের ব্যবধানে ২য় বারের মত মেম্বার নির্বাচিত হয়েছেন। এলাকার লোকজনের দাবী,জনগনের এই প্রিয়মুখটি এলাকায় না থাকায় জনগণ অসংখ্য দুর্ভোগের শিকার হয়েছেন।