চুনারুঘাট প্রতিনিধি ॥ শহীদ সাবেক রাষ্টপ্রতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুনারুঘাটে উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বিকাল উপজেলার নরপতি গ্রামের মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার,চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, যুগ্ন-সাধারণ সম্পাদক খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, আজিজুর রহমান কাজল, বিএনপি নেতা শওকত আলী জমাদার,উপজেলা যুবদলের সেক্রেটারী এডঃ মোজ্জামেল হক, যুগ্ন সম্পাদক রাহী, টিপু হাসানসহ আরও অনেকই।
উল্লেখ্য, ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সে অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি।