মোঃ রহমত আলী ,হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাহেব আলী মিথ্যাচার ও মাইকে অশ্লিল কথাবার্তা এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মঈনুল হক ও তার কর্মিদের হুমকি প্রদর্শণের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পইল দেবপাড়া এলাকায় উক্ত প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অফিস ভাংচুর ও অশ্লিল বাক্য এবং হুমকি প্রদর্শণের প্রত্যক্ষদর্শী হাজী মোঃ শাহাব উদ্দিন, মোঃ শাহ আলাম, মোঃ নায়েব আলী, মিয়া, মোঃ কাশেম মিয়া, মোঃ সামছু মিয়া। বক্তারা উক্ত মিথ্যা ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্যযে, রোববার (৩০ মে) দুপুরে পইল তালুকদার মার্কেটস্থ চেয়ারম্যান ছায়েব আলী তার নৌকা মার্কার কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করেন। ভাংচুরের অভিযোগটি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ মঈনুল হক কে দায়ী করে তিনি মাইকে মিথ্যা প্রচারনা ও অশ্লিল কথাবার্তা বলছেন। এবং সৈয়দ মঈনুল হক ও তার কর্মিদের হুমকি প্রদর্শণ করেন।