স্টাফ রিপোর্টার ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্সরা এক অফিসারকে নিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।ডিবি কর্তৃপক্ষ বলছে, এতে করে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
ডিবি অফিস সুত্রে জানা গেছে, গত ২৩ মে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শকসহ কথিত দুই সোর্স ডিবি পুলিশ পরিচয়ে শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজের পাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সিএনজি (নং হবিগঞ্জ থ ১১-৪০৯৮) আটক করে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ ওয়াছিকুর ওরফে আব্দুল করিম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের ইমান উল্লাহর পুত্র।
ওই দিন সিএনজি ভর্তি গাঁজাসহ আটক ব্যক্তিকে হবিগঞ্জ নিয়ে আসার পথে পোদ্দার বাড়ি এলাকায় ডিবি পুলিশ জনতার সহায়তায় তাদেরকে আটক করে।
ডিবি পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ছিল প্রায় ৭৫ কেজি। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ২৫ কেজি।
শুধু তাই নয়, ঘটনাস্থল দেখানো হয়েছে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা গরুর বাজার এলাকা। ওই মাদক মামলার জব্দ তালিকায় স্বাক্ষী শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র বাবুল মিয়া জানায়, ওই দিন ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথিত সোর্স মর্তুজ মিয়া ও রাজু মিয়া তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে। এব্যাপারে সে কিছুই জানে না। এছাড়াও একই পরিচয়ে গত ২২ এপ্রিল মাধবপুরের তেলিয়াপাড়া বাগানে ওই দুই সোসসর্হ অফিসার ১শ কেজি গাঁজাসহ ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৩৪১) আটক করে। কিন্তু মামলায় দেখানো হয় ২৯ কেজি। যার নং-২৫। এরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।