এম এ আই সজিব : বাহুবল উপজেলার খিলবামৈ কাজিবাড়ি গ্রামে গাছকাটা নিয়ে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাংচুরসহ মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের নোয়াব উল্লার সাথে রেজ্জাক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মাঝে প্রায়ই বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল আব্দুর রেজ্জাকের লোকজন একটি গাছ কাটতে গেলে নোয়াব উল্লার লোকজন বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় জলিকা, রুমন আলী, আঙ্গুর মিয়া, রুমেনা খাতুন, রাবেয়া, রুহেল মিয়া ও রেজ্জাক মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মিলন মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।