এম এ আই সজিব : হবিগঞ্জ শহরে চোরাই ও অবৈধ মোটরসাইকেলের বিরোদ্ধে আবারো অভিযান শুরু হয়েছে। এ সময় সুব্রত দাশ (২০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুলিশ লাইনে কর্মরত।
জানা যায়, সোমবার বিকালে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে। একটি আটক মোটরসাইকেল ওই পুলিশ সদস্য চালিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি আহত হন। অভিযানে পুলিশ ১০টি মোটরসাইকেল আটক করেছে।