নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ সদ্য সমাপ্ত নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সরকারী দল আওয়ামীলীগ ৬টি, বিএনপি ১টি এবং স্বতন্ত্র বিদ্রোহী ৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বেশীরভাগ ইউপিতে বিএনপির প্রার্থীও জামানত বাজেয়াপ্ত হয়েছে। সার্বিক বিবেচনায় এবারের নির্বাচনে বিএনপির বিশাল ভরাডুবি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে গোটা উপজেলায়। দলীয় নেতারা দাবী করেছেন দলীয় কোন্দল এবং দলের প্রার্থীও বিপক্ষে নবীগঞ্জের জৈনক কেন্দ্রীয় নেতা ও তার দলবল নিয়ে অবস্থান নেয়া, মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি, দলের নেতাকর্মীদেও মাঠে কাজ না করা ইত্যাদি অনেক কারণ রয়েছে বলে দাবী বিএনপির শীর্ষ নেতাদের। এছাড়া করগাওঁ ইউপিতে বিএনপির প্রার্থী বিজয়ী হলেও এখানে দলগতভাবে মানুষ ভোট প্রদান করেন নি। বর্তমান চেয়ারম্যান ( নব-নির্বাচিত ) মোঃ ছাইম উদ্দিনের ব্যক্তিগত ইমেজ এবং তার এলাকার বিশাল ভোট ব্যাংক ঐক্যবদ্ধ ভাবে প্রয়োগ করার কারনে তিনি বিজয়ী হতে সক্ষম হয়েছেন বলে দাবী ইউনিয়ন বাসীর। অপরদিকে ৬টি ইউপিতে সরকারী দল আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হলেও বাকী ইউনিয়ন গুলোতে স্বতন্ত্র ( বিদ্রোহী ) প্রার্থীদের কাছে ধরাশায়ী হওয়ায় তৃর্ণমুল নেতাকর্মীদেও মাঝে মিস্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক নেতাদের নীরবতা, দায়মুক্ত হতে বা বহিস্কার এড়াতে লোক দেখানোর দায়িত্ব পালন ছাড়া কোন ভুমিকা না থাকায় মাঠ পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মধ্যেও এর প্রভাব পড়েছে। এখানে প্রার্থী নির্বাচনেও অনেক ইউপিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা। এ উপজেলায় আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দল বিদ্যমান।
আওয়ামীলীগ মনোনিত পরাজিত প্রার্থীদের এলাকায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে আলোচনা করে জানাযায়, ওই ইউনিয়নে স্থানীয় ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বির্তকৃত ভুমিকা পালন করেছেন। গ্রাম থেকে, ওর্য়াড ও ইউপি পর্যায়ে অনেক নেতাকর্মীরা নৌকার বিপক্ষে গিয়ে ধানের শীষের প্রার্থী এবং স্বতন্ত্র ( বিদ্রোহী ) প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আওয়ামীলীগ ওই সব ইউনিয়নে জরুরী মিটিং করে এই সব নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা, জেলা আওয়ামীলীগের প্রতি সুপারিশসহ অনুরুধ করা হবে বলেও জানাগেছে। নবীগঞ্জ উপজেলার সূচনীয় পরাজয়ের ব্যাপারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী বলেন, সরকারী দলের প্রভাব এবং স্থানীয় বিএনপি যাদেরকে মনোয়ন দিয়েছিল, তাদেরকে বদল করে কেন্দ্র থেকে প্রার্থী পরিবর্তনের কারনেই এমনটা হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী বলেন, উপজেলার ২, ১০, ৯ ও ১১ নং ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ তার অনুসারীরা দলের প্রার্থীর বিপক্ষে সরাসরি অবস্থান নেয়ার কারনে এর প্রভাব সকল ইউনিয়নে পড়ে। যার প্রেক্ষিতে উপজেলার সর্বত্র বিএনপির লজ্জাজনক ভরাডুবি বরণ করতে হয়েছে। মূখোশদারী ওই সব বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ প্রেরন করা হয়েছে। ৭ নং করগাওঁ ইউনিয়ন প্রসঙ্গে তিনি বলেন, উক্ত ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ে দলীয় পরিচিতি বা ভুমিকা মূখ্য নয়। ওই ইউপির সাধারণ মানুষ দলমতের উর্ধ্বে উঠে ব্যক্তি ছাইম উদ্দিনকে পছন্দ করেন। তাই ব্যক্তিগত ইমেজ ও এলাকার ঐক্যবদ্ধ ভুমিকার কারনে তিনি নির্বাচিত হয়েছে। এদিকে আওয়ামীলীগ মনোনিত পরাজিত প্রার্থীদের দাবী , তারা বিএনপি বা বিদ্রোহী প্রার্থীদের কাছে পরাজিত হন নি। দলের কাছে পরাজিত হয়েছেন। দলীয় লোকজন নৌকার বিপক্ষে প্রত্যক্ষ এবং প্ররোক্ষ ভাবে কাজ করায় এমনটি হয়েছে। এমন অভিযোগ আওয়ামীলীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের ও। তারা বলেন, দলীয নেতাকর্মীরা যথাযথভাবে কাজ করলে ব্যাপক ভোটের ব্যবধান থাকতো। তবে বেশীর ভাগ নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠে ছিলেন বলেও তারা দাবী করেন। নির্বাচন অবাধ ও সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে দাবী করে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জানান, নবীগঞ্জ বাসী উন্নয়নের পক্ষে তাদের সুচিন্তিত রায় দিয়েছেন। এ উপজেলায় বিএনপির কোন অবস্থান নাই প্রমান হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রমান সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা জানান, মূলত দূর্বল নেতৃত্বের কারনে বিএনপির এই ভরাডুবি। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে বলে তারা আশংকা প্রকাশ করছেন। আর আওয়ামীলীগ যে ক’টি ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের হাতে ধরাশায়ী হয়েছে তাদেরকে এখান থেকে শিক্ষা নেয়া উচিৎ। তবে তা কাটিয়ে উঠা কঠিন কিছু নয়। দলের আত্মঘাতি কিছু নেতাদের সম্পর্কে সচেতন থাকলেই এমনটি হতো না। নির্বাচনের পরপরই নবীগঞ্জের সর্বত্র এখন এনিয়েই আলোচনার ঝড় বইছে।