খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট থানা পরিদর্শনকালে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম বলেন বাংলাদেশ পুলিশের এক নতুন সৃজনশীল পরিবেশ বান্ধব চুনারুঘাট থানা। এখানে বিভিন্ন জাতের ফলজ বাগান দেখে আমি মুগ্ধ হয়েছি। তিনি বলেন- এখন পুলিশ ডিউটি থেকে ফিরে ফরমালিন মুক্ত আম খেতে পারবে। এ থানার ফলজ বাগান দেখে অন্য থানা এ ধরনের ফলের বাগান করতে অনুপ্রানীত হবে।
সোমবার দুপুরে চুনারুঘাট থানা পরিদর্শনকালে এ কথা বলেন। এসমসয় চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দ্র চক্রবর্তী ডিআইজিকে থানা চত্বর এলাকায় মুধু মাসের পাকা আম, কাঠাল,লিচু, পেয়ারসহ বিভিন্ন ফলের বাগান ঘুরে দেখান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা।
পরে ডিআইজি থানার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন।