হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টা থেকে গতকাল রোববার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৬ জন ও নিয়মিত মামলার পাঁচজন আসামি রয়েছে।