মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলায় ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১৩, বিএনপি ৪ ও ১৪টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শনিবার জেলার মাধবপুর, লাখাই,নবীগঞ্জ ও বানিয়াচঙ্গ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে- ১নং ধর্মঘর ইউনিয়নে (বিএনপি) শামসুল ইসলাম কামাল, ২নং চৌমুহনী ইউনিয়নে (আ.লীগ) মো. আপন মিয়া, ৩নং বহরা ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) আরিফুর রহমান আরিফ, ৪নং আদাঐর ইউনিয়নে (আ.লীগ) মো. ফারুক পাঠান, ৫নং আন্দিউড়া ইউনিয়নে (আ.লীগ) আলহাজ আতিকুর রহমান, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) তৌফিকুল আলম চৌধুরী, ৭নং জগদীশপুর ইউনিয়নে (আ.লীগ) সফিকুল ইসলাম,৮নং বুল্লা ইউনিয়নে (বিএনপি) শামছুল ইসলাম মামুন, ৯নং নোয়াপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র) সৈয়দ আবু নাসিম মো. আলমগীর, ১০নং ছাতিয়াইন ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) আব্দুস সহিদ,১১নং বাঘাসুরা ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী)শাহাব উদ্দিন আহমেদ।
লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১নং লাখাই ইউনিয়নে (বিএনপি) আরিফ আহমেদ রুপন,২নং মুড়াকড়ি ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী)আবুল কাশেম মোল্লা ফয়সল, ৩নং মুড়িয়াউক ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) মলাই মিয়া, ৪নং বামৈ ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) এনামুল হক মামুন, ৫নং করাব ইউনিয়নে (আ.লীগ) আব্দুল হাই কামাল, ৬নং বুল্লা ইউনিয়নে (আ.লীগ) শেখ মুক্তার হোসেন বেনু।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে-১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী) সত্যজিৎ দাশ, ২নং বড় ভাকৈর পূর্ব (বিএনপি বিদ্রোহী) আশিক মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে (স্বতন্ত্র) বজলুর রশিদ, ৪নং দীঘলবাক ইউনিয়নে (আ.লীগ) আবু সাঈদ এওলা, ৫নং আউশকান্দি ইউনিয়নে (স্বতন্ত্র) মুহিবুর রহমান হারুন, ৬নং কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান (আ.লীগ) আলী আহমেদ মুসা, ৭নং করগাঁও ইউনিয়নে (বিএনপি) ছাঈম উদ্দিন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে (আ.লীগ) সাজু আহমেদ চৌধুরী,৯নং বাউশা ইউনিয়নে (আ.লীগ) আবু সিদ্দিক,১০নং দেবপাড়া ইউনিয়নে (আ.লীগ বিদ্রোহী)অ্যাডভোকেট জাবেদ আলী, ১১নং গজনাইপুর ইউনিয়নে (আ.লীগ) ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে (স্বতন্ত্র) নজরুল ইসলাম,১৩নং পানিউমদা ইউনিয়নে (আ.লীগ) ইজাজুর রহমান, বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নে (আ.লীগ) মো. আব্দুল কুদ্দুছ শামীম।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।