নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার হবিগঞ্জে চার উপজেলায় ৩১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ইজ্জতের লড়াই, বিরোধী দলের জন্য অস্ততের লড়াইয়ে পরিনত হয়েছে।
আর বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন বেশ পুরপুরা মেজাজে। নির্বাচন কে অবাধ ও সুষ্টু করার লক্ষে প্রশাসনের পক্ষে গ্রহন করা হয়েছে ব্যাপক নিরাপওা ব্যাবস্থা। নেয়া হয়েছে চারস্থরের নিরাপওা ব্যাবস্থা। পুলিসের পাশাপাশি থাকবে র্্যাব, বিজিবি, আনসার, সাদা পুশাকধারী আইনশৃংখরা বাহিনীর সদস্যারা।
এর মধ্যে লাখাই উপজেলায় ৬টিতে, নবীগঞ্জে ১৩টি, মাধবপুরে ১১টি ও বানিয়াচং উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২১৭টি কেন্দ্র ঝূকিপূর্ণ বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরী বলেন, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ও ২৪৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৯৮ হাজার ৪৮৬ জন ভোটার।
জেলার নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্রে ৫২৫ কক্ষে ২ লাখ ৯ হাজার ৭১৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
মাধবপুরে ১১ ইউনিয়নে ১০২টি কেন্দ্রে ৫২৪টি কক্ষে ভোট দেবেন ১ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন ভোটার।
এছাড়া বানিয়াচংয়ের একটি ইউনিয়ন সুজাতপুরে ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০ জন বলে জানান নির্বাচনী এ কর্মকর্তা।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাসুদুর রহমান মনির বলেন, এ উপজেলায় মোট ২৯৭টি কেন্দ্রের মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। নির্বাচনের দিন চার উপজেলায় ১ হাজার ৬শ’ ১৬ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে র্যাব, বিজিবি, আনসার সদস্যতো থাকছেই।