হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চার উপজেলায় ৩১টি ইউনিয়নে ২৮ মে একইদিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লাখাই উপজেলায় ৬টিতে, নবীগঞ্জে ১৩টি, মাধবপুরে ১১টি ও বানিয়াচং উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২১৭টি কেন্দ্র ঝূকিপূর্ণ বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরী বলেন, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ও ২৪৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৯৮ হাজার ৪৮৬ জন ভোটার।
জেলার নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্রে ৫২৫ কক্ষে ২ লাখ ৯ হাজার ৭১৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
মাধবপুরে ১১ ইউনিয়নে ১০২টি কেন্দ্রে ৫২৪টি কক্ষে ভোট দেবেন ১ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন ভোটার।
এছাড়া বানিয়াচংয়ের একটি ইউনিয়ন সুজাতপুরে ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০ জন বলে জানান নির্বাচনী এ কর্মকর্তা।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাসুদুর রহমান মনির বলেন, এ উপজেলায় মোট ২৯৭টি কেন্দ্রের মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। নির্বাচনের দিন চার উপজেলায় ১ হাজার ৬শ’ ১৬ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে র্যাব, বিজিবি, আনসার সদস্যতো থাকছেই।