খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥
চুনারুঘাটের পাগলা মহিষের হামলায় হীরা মিয়া (৪৫) নামে এক হতদরিদ্র এখন পঙ্গু। সে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা। পাগলা মহিষের হাত থেকে অন্যকে বাচাতে নিজেই এখন পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। টাকার অভারে ঠিক মত চিকিৎসার করাতে পারচেছ না। উল্লেখ্য, গত ৯ মে উপজেলার জারুলিয়া বাজারসহ কয়েকটি গ্রামের একটি পাগলা মহিষের মানুষের উপর হামালা চালায়। মহিষের তান্ডব এলাকার ৪/৫ জন মানুষ আহত হয়। হিরা মিয়া তখন সাধারন মানুষের জীবন রক্ষায় এগিয়ে যান। এ সময় ক্ষিপ্ত পাগলা মহিষটি তাকে মারাত্মক আহত করে। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে হিরা মিয়াকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য হীরা মিয়াকে ঢাকা পঙ্গু হাসাপতালে প্রেরণ করেন। ডাক্তাররা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। হীরা মিয়া আজ পঙ্গু।
স্থানী সূত্রে জানায়, হিরা মিয়া এক কথায় নামেই যার পরিচয়। গরীব হলেও তিনি ছিলেন এলাকার সুপরিচতি একজন মানুষ। মাছ ধরা ছিলো তার পেশা। সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেন। আচার বিচার অনুষ্টানেও ছিলো তার সরব উপস্থিতি। টাকার অভাবে তার সংসার যেমন রসাতলে যাচ্ছে ঠিক তেমনি তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। এক পা নিয়ে হত দরিদ্র ওই মানুষটি কি ভাবে সংসারের হাল ধরবেন এ চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কোন ভিত্তবান ব্যক্তি যদি সহযোগিতা করেন তাহলে ঝড়ে যাওয়া পরিবারটি বেচে থাকার আশা পাবে।