স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রাম থেকে নারী নির্যাতন ও ধর্ষণ এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা আলী আজগর মেম্বারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাদাপোষাকধারী পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যায়। কিন্তু বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। আটক আজগর ওই গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র ও লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০১১ সালে ওই গ্রামের রঞ্জন পালের কন্যা বাপ্পী রাণী পালকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী তিনি। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গত বুধবার রাত ৮টার দিকে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ সুঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।