নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল উল্টে রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমানের পুত্রসহ দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রানিগাঁও বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহতরা হলেন- রানীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান পুত্র মাহমুদ রহমান (২২) ও তার বন্ধু নোমান আহমেদ (২৫)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে মাহমুদ ও নোমান ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার কাজে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় রানীগাঁও বাজার এলাকায় রাস্তায় দাড়ানো এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইল উল্টে যায়। এতে তারা দুইজন আহত হন।