নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, যাদেরকে জনগন প্রত্যাখান করেছে, যাদের কোন জনপ্রিয়তা নেই, তারাই বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়িয়ে ধোকা দিতে চায়।
তাই আগামী ২৮মে নির্বাচনে কোন গুজবে কান না দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান। তিনি গতকাল নবীগঞ্জ সদর ইউপির গুজাখাইড় বাজারে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাজু চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে উক্ত কথাগুলো বলেন।
ময়না মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আবুল ফজল, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, এডভোকেট ফারুক আহমদ, প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, হাবিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সাজু চৌধুরী প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী উপজেলার ১ নং ইউপির চরগাওঁ, ২ নং ইউপির শৈলা, ১৩ নং ইউপির বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এবং নৌকায় ভোট প্রার্থনা করেন।