উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জে ট্রলি থেকে পড়ে গিয়ে অপর ট্রলির চাপায় শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃত্যুর ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর নামক স্থানে গত মঙ্গলবার বিকালে ট্রলি থেকে হঠাৎ করে সোনাপুর গ্রামের শিশুপুত্র টিটু দাশ(১১) পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলি তাকে চাপা দিলে এতে সে গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। শিশুর করুন মৃত্যুতে খবরে তার পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।