এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে কালিশিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল রবিবার এক আনন্দময় উৎসবে পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।২দিন ব্যাপি ক্রীয়া অনুষ্ঠানের ৬৫টি ইভেন্টের মধ্যে অন্যতম আকর্ষন ছিল বাঘ ও সিংহের মধ্যে রশি টানাটানি খেলা টানাটানির এক পর্যায়ে রশি সমান ভাগে ছিড়ে ফেলায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান উভয় দলকেই গৃহিত ঘোষনা করেন।ফলে যেন মানুষের মধ্যে এক মহা মিলন মেলায় পরিনত হয়।
এস.এমসির সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে খেলার পরিসমাপ্ত ঘটে।অনুষ্ঠানেরে শুরুতে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়েরে শিক্ষার্থী মোছা: মেহজাবীন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় ও বিদ্যালয়ের দাতা সদস্য হাজ্বী মুনছব উল্লাহ্ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: মুজিবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান আবু তাহের।বিশেষ অতিথি হুমায়ুন কবির রেজা সভাপতি,মানবাধিকার সোসাইটি হবিগনজ,আহম্মদাবাদ ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার,সাভেক চেয়ারম্যান মো: মোতাব্বির হোসেন ৭নং ইউ/পি,দৈনিক যোগান্তর পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ,ফকরুল ইসলাম, সুমনকান্তি দেব রায়,আ: মালেক,ছালেহ আহমদ আখনজী,তারা মিয়া খাঁন, ছালেহ আহমদ বিপলু ও শামছুন্নাহার প্রমূখ।