মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত আসনের সদস্য সহ ৮ প্রার্থী কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার(ভুমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৮ ধারা লঙ্গন করায় নয়াপাড়া ইউনিয়নের মেম্বার প্রার্থী মোঃ কুদ্দুছ মিয়া কে ১ হাজার, মোঃ কাদির মিয়া কে ১ হাজার, বুলা ইউনিয়নের মেম্বার প্রার্থী কাউছার মিয়া কে ১ হাজার, আদাঐর ইউনিয়নের মেম্বার প্রার্থী সৈয়দ জহিরুল ইসলাম কে ১ হাজার, একই ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য ফুলতারা বেগম কে ১ হাজার, জহুরা বেগম কে ১ হাজার, মোছাঃ জেসমিন আক্তার কে ১ হাজার,জগদিশপুর ইউনিয়নের টমটম চালক কে ৫ শ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার(ভুমি)মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন ।