চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের উন্নয়নে বাজেট প্রনয়ণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় চুনারুঘাট পৌর শহরের মুসলিম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নাজিম উদ্দিন শামছুর সভাপতিত্বে ও প্যানেল মেয়র কাউন্সিলর তাজুল ইসলাম কাজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, কাউন্সিলর মোঃ লাল মিয়া, অসিম কুমার দেব, মহিলা কাউন্সিলর মাশকুরা আক্তার পাবনা, শাহেনা আক্তার, পৌর সচিব ইসমাইল মিয়া, এও তাহের আলী,কর আদায়কারী ছিদ্দিক আলী, পনির মিয়া তালুকদার, ফয়সল চৌধুরী,খোকন চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রলীগ নেতা এস. এম. সোহাগ, জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।