নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এবং দেবপাড়া ইউনিয়নের ছিটফরিদপুর গ্রামে পুর্ব বিরোধের জেরধরে রবিবার সন্ধ্যায় দু’ দল লোকের মধ্যে পৃথক এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন বাকীদেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই গ্রামের সিজলু মিয়া ও আকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিক দাঙ্গাহাঙ্গামাসহ মামলা মোকদ্দমা রয়েছে। এরসুত্র ধরে রবিবার সন্ধ্যায় উভয় পক্ষ হাকডাক দিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক আশংখ্যা জনক অবস্থায় মাসুম মিয়া(৩০), মনিরুজ্জামান (৩৫), সৌরুজ্জামান (৩৮), আফরুজ্জামান (৩০), আজিজ মিয়া(৪৫),এনামুল মিয়া (৪০), সিজলু মিয়া(৩৫), রেখা বেগম (২৫), মাহবুব মিয়া(২২) ও নুরুজ্জামান (৫০)কে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপর দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিটফরিদপুর গ্রামে পুর্ব বিরোধীদের জেরধরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানাযায়, ওই গ্রামের জাহির উদ্দিন এবং একই গ্রামের রকিব উদ্দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার সন্ধ্যায় জাহির উদ্দিন ও রকিব উদ্দিনের ছোট বাচ্চার মধ্যে বাড়ির সামনের রাস্তায় বাধানুবাদ হয়। এরজের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ফিরোজ মিয়া (৫৫), নেপি বেগম(১৪), হায়াতুন নেছা (৪৫), রহমতুন নেছা (৩৫) ও শিবলী আক্তার (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে।