নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দলমতের উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে এবং নিজের এলাকার ছেলে হিসেবে জননেত্রী শেখ হাসিনা’র মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা’কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি মঙ্গলবার বিকালে উপজেলার করগাওঁ ইউপির গুমগুমিয়া বাজারের প্রাইমারী স্কুল মাঠে বিশাল এক নির্বাচনীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথা বলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৌকা প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কৃষকলীগ সভাপতি শেখ শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ রায়,মহিলালীগ নেত্রী নিলুফা ইসলাম, আওয়ামীলীগ নেতা ছাদ উল্লা,শৈলেন চন্দ্র দাশ, বিএনপি নেতা সাজ্জাদ মিয়া, মানিক মিয়া প্রমূখ।
উক্ত সমাবেশে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটে। উপজেলা চেয়ারম্যান বলেন, দেশরতœ শেখ হাসিনা সরকার ব্যতিত এ দেশে উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী ২৮ মে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য জনতার প্রতি আহ্বান জানান।