স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নোয়াবাদ গ্রাম থেকে প্রায় ৭শত ফুট পাইপ জব্দ করেছে সদর থানা ও চুনারুঘাট থানা পুলিশ। এ নিয়ে দু পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
মঙ্গলাবার বিকেলে সদর থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ও চুনারুঘাট থানার এএসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব পাইপ জব্দ করেন।
এদিকে, ওই পাইপের মালিক দাবিদার শহরের উমেদনগর গ্রামের কামাল হোসেন ও অপর মালিক দাবিদার শহরের জালালাবাদ গ্রামের দেওয়ান কবির আহমেদ। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য উঠেছে। তবে পুলিশ বলছে যে এই পাইপের প্রকৃত মালিক তার জিম্মায়ই দেয়া হবে।
ঈুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ গ্রামের দেওয়ান কবির হোসেন ইজারা নিয়ে ওই এলাকায় বেশ কিছু দিন যাবত বালু উত্তোলন করে আসছিলেন।
সম্প্রতি কিছু দিন ধওে ব্যবসার টাকা নিয়ে তাদেও মধ্যে বিরোধ:দেখা দেয়। এনিয়ে সদও থানায় ১টিন মামলা ও করা হয়।
দেওয়ান কবির হোসেন জানান, তার ইজারাকৃত বালু মহালে তারই পাইপ দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। কিন্তু রহস্য জনক কারণে কামাল হোসেন পাইপের মালিক বলে দাবি করছেন।
অপরদিকে, কামাল হোসেন জানান ওই পাইপ গুলোর মধ্যে তারও বেশ কিছু পাইপ রয়েছে তাই তিনি থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে সদর থানার এসআই রাজকুমার জানান, পাইপের প্রকৃত মালিককে তা এখনও স্পষ্ট নয়। তবে যে সঠিক কাগজ পত্র দেখাতে পারবে তার জিম্মায়ই সে গুলো দেয়া হবে।