স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চাকলা পুঞ্জি চা-বাগান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের সাথে হবিগঞ্জের আলোচিত মাদক সম্রাট রাসেল মিয়া (৩০) পালিয়ে গেছে। সোমবার ৪টায় ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের জালালাবাদ গ্রামের উস্তারুজ্জামানের পুত্র সাদ্দাম (২৫) ও শাসতু মিয়ার পুত্র রুহুল আমিন (২৫) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করে।
অভিযানের সময় পাতারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র হবিগঞ্জের মাদক সম্রাট রাসেল পালিয়ে যায়।
এ ব্যাপারে এসআই সুদ্বীপ রায় মাদক সম্রাট রাসেলসহ আটককৃত ২ জনের বিরোদ্ধে মামলা দায়ের করেছে।