মুহাম্মদ আলমগীর, ঢাকা থেকে: ঢাকাস্থ সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সামি। সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাবেক সচিব এম আই চৌধুরী, অতিরিক্ত সচিব জালাল আহমেদ, বেগম শাহানা কবির, আব্দুল কাইয়ুম চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ মিঠু, নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব বেগম মাহমুদা আক্তার মিনা, কর কমিশনার বেগম রোকেয়া খাতুন রুবী, প্রফেসর ফাতেমা চৌধুরী, যুগ্ম-সম্পাদক ড. জিয়াউল ইসলাম মুন্না, বেগম ফাহিমা খানম চৌধুরী, ক্রীড়া-চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম), আন্তর্জাতিক সম্পাদক শাকুর মজিদ, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
সভায় এসোসিয়েশনের বার্ষিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কমিটিসমূহ অনুমোদন করা হয়।
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশনের মিডিয়া ও প্রচার কমিটিতে সিলেট বিভাগের জনপ্রিয় অনলাইন সংবাদ পত্র ‘করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর বার্তা সম্পাদক কামরুল হাসান ও হবিগঞ্জ জেলার জনপ্রিয় অনলাইন সংবাদ পত্র ‘দৈনিক শায়েস্তাগঞ্জ’এর নির্বাহী সম্পাদক মিজানুর রহমান সুমনকে সদস্যপদ প্রদান করা হয়েছে।