এম এ আই সজিব ॥ বানিয়াচংয়ে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ এক বরযাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ শহরের একটি বিয়ে ছিল বানিয়াচংয়ে। ওই বিয়েতে বরযাত্রী হিসেবে যোগ দেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আশিকুল ইসলাম (৪০) ও শহিদুল হক (৩৫)। বিয়ে শেষে হবিগঞ্জ ফেরার পথে সুনারু নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।