এম এ আই সজিব ॥ যৌতুক মামলায় আব্দুন নুর মিয়া (২৫) নামের এক পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার লুকড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। শুক্রবার সকালে সদর থানার এসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সদর থানা পুলিশ জানায় ২ বছর আগে লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামের আলা উদ্দিনের কন্যা সুলতানা বেগম (২০) কে বিয়ে করে আব্দুন নুর। এরপর তাদের কোলজুড়ে একটি সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু ভরণ পোষণ না করা এবং যৌতুকের জন্য তাকে নির্যাতন করায় সুলতানা আদালতে মামলা করে। আদালত তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেন। এতদিন সে আত্মগোপন করেছিল।