এম এ আই সজিব ॥ শচীন্দ্র কলেজের ছাত্র সুমন হত্যা মামলার অন্যতম আসামী তৌহিদুল ইসলাম (২০) কে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র। শুক্রবার সন্ধ্যার সময় ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ আলমপুর এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে শচীন্দ্র কলেজ ছাত্র সুমন হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ মামলায় আটক অপর আসামী স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করায় তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।