এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার মিরপুর চন্দ্রছড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ সময় ডিবি পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তাদের অভিযান টের পেয়ে সাদা রংয়ের একটি নম্বরবিহীন প্রাইভেটকার গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।