লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার হাওরে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হলো অস্টগ্রামের নারায়ন দাস (৪০) ও আনোয়ার হোসেন (৩৪)। গতকাল শনিবার দুপুরে হঠাৎ বজ্রপাত হলে ওই ব্যক্তির শরীর ঝলসে যায়। এতে ঘটনাস’লেই মারা যায় তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নারায়ন দাস গ্রামের পাশের নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। অপরদিকে শরীফপুর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার পুত্র আনোয়ার হোসেন দুপুরে তার জমিতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে গেছে ঘটনাস’লেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।