শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : অপরিকল্পিতভাবে সুতাং নদী থেকে বালু উত্তোলন করায় চুনারুঘাটের পাইকপাড়া, দেওড়গাছ ও শানখলা ইউনিয়নের প্রায় ১৩টি গ্রাম, দেউন্দি ও লাল চান্দ চাবাগানের ভূমি উর্বরতা হারাতে চলেছে। এমনকি শায়েস্তাগঞ্জ-দেউন্দি চাবাগানের সুতাং নদী সেতু দেবে গেছে। জানা যায়, একটি রাজনৈতিক দলের নেতারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। তারা কোন বাঁধাই মানছে না। একদিকে নদী ও সেতু ভাঙ্গঁন অন্যদিকে বালুতে জমি ভরে যাওয়ায় নানা শংকায় দিন কাটাচ্ছে ১৫ হাজার কৃষক ও ২ হাজার চা শ্রমিক পরিবার। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এদিকে প্রতিদিন নদীপাড়ে একাধিক শক্তিশালী মেশিন ও কুদাল বা বেলছা দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সুতাং নদীর পাড় ভেঙ্গেঁ যাচ্ছে এবং সুতাং নদীর সেতু দেবে যায় বদরগাজী এলাকায় ৩টি ইউনিয়নের ১৩টি ধানি জমি ও ২টি চাবাগানের জমিতে লাগানো রাবার গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। বালুর পাশাপাশি রাবার গাছ ও পাচার হচ্ছে। নদীর তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় চা বাগান এলাকায় কয়েকটি কালভার্ট ধ্বসে গেছে। এছাড়া রাবার বাগানের বেশিরভাগ গাছই কেটে উজাড় করা হচ্ছে।