নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রদানকৃত স্মারকলিপি গ্রহন করেন নবীগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাস,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, বিভু আচার্য্য, অর্থ সম্পাদক প্রজেশ চন্দ্র রায়, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, নিকুঞ্জ পাল নিখিল, মুক্তিযোদ্ধ গৌর চন্দ্র রায়, প্রধান শিক্ষক নিখিল সুত্রধর, অমলেন্দু সুত্রধর, প্রধান শিক্ষক সজল কুমার দাশ,কমল আচার্য্য,পবিত্র বনিক,সুশান্ত বনিক প্রমূখ।