মোঃ রহত আলী ॥ হবিগঞ্জে’র বাহুবলে আম কুঁড়াতে গিয়ে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে চিকিৎসা দেয় হচ্ছে।
জানাযায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের নূর ইসলামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া কন্যা পারভীন আক্তর (১১) বুধবার সকাল ৬টায় ঝড়ের সময় বাড়ীর পার্শবর্তী আম বাগানে আম কুড়াতে যায়।
তখন একই গ্রামের ওয়াহেদ মিয়ার বখাটে পুত্র ওয়াসীম মিয়া (২০) এর নজরে পরে পাভীন।
পারভীনকে একা দেখে ওয়াসীমের ঘুমন্ত পশু জেগে উঠে। নির্জন এলাকায় পারভীন কে ওয়াসীম জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পারভীন রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে মায়ের কাছে তার সর্বনাশের কথা খোলে বলে সে সজ্ঞাহীন হয়ে পড়ে। মা তখন পারভীনকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসনে। তার অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসা ও মেডিকের পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।