এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে অবৈধ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভূয়া স্টিকার লাগিয়ে অবাধে মোটরসাইকেল চলাচল করছে। আর এসব সাইকেল দিয়ে বিভিন্নস্থান থেকে মাদক পাচার হচ্ছে।
বিষয়টি পুলিশের নজরে আসলে বুধবার সদর থানার মোড়ে চেকপোস্ট বসিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মোটরসাইকেল তল্লাশ শুরু হয়। এতে নেতৃত্ব দেন সদর থানার এসআই পার্থরঞ্জন চক্রবর্তী ও এএসআই আক্তারুজ্জামান। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়। এবং ৫টি মামলা দেয়া হয়।
পরে বিকালে রহস্যজনক কারণে ১০ টি মোটরসাইকেল আটক করে বাকিগুলো ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, তাদের অভিযান অব্যাহত থাকবে।