এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে উত্তর শ্যামলী এলাকায় ডাকাতি ও চুরির ঘটনায় এলাকাবাসি ফুঁসে উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টায় এর প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রফেসর মুজিবুর রহমান। সভা পরিচালনা করেন এডভোকেট লুৎফুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট নুরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী আবু ছালেহ, হাজী কামাল আহমেদসহ এলাকার ৫শতাধিক মুরুব্বীয়ান। সভায় বক্তারা বলেন ১ সপ্তাহের ভেতরে ওই এলাকায় ২টি ডাকাতি ও বেশ কয়েকটি চুরি হয়েছে। আইন শৃংঙ্কলাবাহিনীকে বারবার বলার পরও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন।
ভবিষ্যতে এরকম ঘটলে এর দায়ভার পুলিশকে নিতেই হবে। তারা আরো বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দেবে পুলিশ।
কিন্তু পুলিশই যদি নিরাপত্তা দিতে না পারে কে দেবে। উত্তর শ্যামলি একটি প্রাণকেন্দ্র এলাকা। ঘন ঘন ডাকাতি হওয়ায় মানুষ আতংকে বাস করছে।