হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ ধুলিয়াখাল-মিরপুর সড়কে বাশের ব্যারিকেড সৃষ্টি করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করছে এক দল দুর্বৃত্তরা। তবে চালকের সাহসিকতায় কোন অঘটন ঘটেনি। জানা যায়, সদর উপজেলার চরহামুয়া গ্রামের সিএনজি চালক আবুল মিয়া তার অসুস্থ বোনকে নিয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় হবিগঞ্জ সদর হাসপাতালে আসার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে ধুলিয়াখাল- মিরপুর সড়কের নোয়াবাদ এলাকায় একটি ব্রীজে সিএনজিটি আটক করতে বাশের ব্যারিকেড সৃষ্টি করে একদল দুর্বৃত্তরা। এ সময় তারা সিএনজিটি আটক করতে চাইলে চালক আবুল মিয়া দ্রুত গতিতে চালিয়ে ব্যারিকেড ভেঙ্গে চলে আসে। পরে বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।প্রসঙ্গত, সম্প্রতি ওই সড়কে রাত ১১টার পর থেকেই দুর্বৃত্তরা বিভিন্ন পন্থায় সিএনজি চালকদের আটক করে সিএনজি ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।