এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শশ্মানঘাট এলাকা থেকে গাণ বাজনা নিয়ে ঝগড়া করার সময় ভুয়া স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টায় সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, শায়েস্তাগঞ্জ জগন্নাতপুর গ্রামের প্রকাশ মহলুল সোনাম গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র চুরি ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলার পলাতক আসামী শাহ আলম (২৫) ও তার ভুয়া স্ত্রী বরিশাল জেলার বেরিষ্টার এলাকার বাসিন্দা বাউল শিল্পি জাকিয়া খানম (২৫)।
জানা যায়, তারা দুই জন স্বামী স্ত্রী বা কখনো ভাই বোন পরিচয় দিয়ে আনোয়ারপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন আসামাজিক কার্যকলাপ চলিয়ে যাচ্চে। জাকিয়া শশ্মান ঘাট এলাকার বাউল সঙ্গীত কার্যালয়ে গাণ প্রশিক্ষ করছে। ওই সময় জাকিয়া ওই কার্যালয়ে গাণ প্রশিক্ষনে যাইতে চাইলে শাহ আলম বাধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদেরকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলমের চেহারা সুন্দর হওয়ায় সে নিজেকে চলচিত্রের নায়ক পরিচয় দিয়ে সুন্দরী যুবতীদেরকে প্রেমের ফাদে ফেলে তাদেরকে দিয়ে বিভিন্ন নাচ গাণ করায়ও বলে অভিযোগ রয়েছে। থানায় আটকের পর তাদের ছবি তুলতে গেলে শাহ আলম ও জাকিয়া সাংবাদিকদেরকে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ রাসালে ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।