এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় মাদক আসক্ত দেবরের হামলার অভিযোগে ভাবি পুলিশে দিয়েছে শাহীদ নামে এক দেবরকে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার তৌফিক মিয়ার স্ত্রী নাহার বেগমের নিকট প্রায়ই নেশার টাকার জন্য দেবর শাহীদ মিয়া নির্যাতন চালাত। গতকালও একই বিষয় নিয়ে ভাবিকে মারধোর করলে সদর থানায় খবর দেয়া হয়। পরে এসআই রাজকুমার ঘটনাস্থলে গিয়ে শাহীদকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভাবি বাদী হয়ে শাহীদের উপর একটি মামলা দায়ের করে। গতকালই তাকে করাগারে প্রেরণ করা হয়।